কবিতা

সেই দিন এই দিন

Dec 21, 2012

বালুময় এক মহাসুমুদ্রে,আল্লাহের নাম যপে

রাতের পর রাত,দিনের পর দিন অভুক্ত থেকে

কেটেছে সময়,মনে প্রাণে আল্লাহ কে চেয়ে ।

দশটি বছর ঘর বাড়ি ছেড়ে নিঃস্ব পথিক হয়ে

পরিবার পরিজন সব ছেড়ে,মদিনার ময়দানে

নইতো উহুদের প্রান্তরে ৭০ জন শহীদের রক্তে

নতুবা প্রিয় নবি আঘাতে জর্জরিত হয়ে তায়ফে,

বদর,খাইবার,খন্দকের যুদ্ধের ফলশ্রুতিতে

মক্কার দুয়ারে ইসলামের পতাকা হাতে

পত পত করে উড়ছে মাথা তুলে ।

২৩ বছরের সংগ্রামের ফলে,কাবা মুসলিমদের

ভেঙে ফেলা হল ভিতরে থাকা মূর্তিদের

কত রক্ত কত ত্যাগ সংগ্রামের ফলে

জয় হল ইসলামের ।

সময় গড়িয়ে ১৫০০ বছর পরে

পুনরাই ফিরে যাচ্ছি আইয়ামে জাহেলিয়াতে


মহানবী (স) ও আল্লাহর বানী ভুলে,

ফেসবুক টুইটারে আমরা থাকি বসে ।

তাবলীগ, দেওবন্দ, কাদিয়ানি, সালাফি, শিয়াদের অত্যাচারে

ইসলামকে ভুলে আমরা ছুটছি কাফিরদের পথে ।

মৃত্যুকে গেছি ভুলে,সাটেলাইট হাতে পেয়ে

মা-বোন কে তুলে দিচ্ছি টাকার বিনিময়ে

মুসলমান বংশে জন্ম দাবি করি মুসলিম
হাদিস কুরআন মানিনা, তবে আমরা কেমন মুসলিম ?

Powered by Froala Editor