গল্প

একটি কালো ভ্রমর ও হলুদ ফুলের ভালোবাসার গল্প ।

Feb 27, 2013

অনেক কিছু মেনে নিতে হয় , তাই মেনে নিতেই পৃথিবীতে আসি । মনতো খাঁচায় বাঁধা পাখির মতো বন্দি নয়, তাই ইচ্ছামতো উড়াউড়ি করি , কতো স্মৃতি আঁকাআঁকি করি , সময় আসে আবার হারিয়ে যায় , সময়ের কান্ডকারখানা দেখে হাসি , পাগল বলেই হয়তো হাসি আর মরীচিকার পিছে সারাদিন ছুটাছুটি করি । ছোট ভ্রমরে মনটা বেঁধে তাই উড়ি , হারিয়ে যায় অরণ্যের মাঝে । নতুবা কাঁদামাখা পলিথিনে । কতো দিন ধরে ছুটছি হয়তো বছর চারেক , হয়তো আরও বেশি নয়তো কিছু কম , প্রতিটা মুহূর্তে উড়েছি আর মধু নিতে যেয়ে বসেছি হাজারো পুষ্পের কুঁড়িতে ।



ফুলটা একটু অন্যরকম ছিল, ফুলটাকে দেখে তাই বর্ণহীন চোখে বর্ণ ফিরে এসেছিল । উড়ে উড়ে হাজারো ফুল পাড়ি দিয়ে যখন ফুলটাতে বসি , আমায় দেহের জন্য নিজের পাপড়ি দিয়েছিল খুলে , মাঝে মাঝে পাপড়ি দিয়ে ঢেকে রেখেছে নিজের মাঝে । ডিম্বক থেকে মধু দিয়েছে ভালবেসে , চুমু দিয়েছে হুঁলে , ফুলের উপরে ভ্রমরের হয়ে হাজারো ছবি এঁকেছি , হাজারো বার করেছি দুষ্টুমি , সে আমাকে ফেলেনি , আমার কাঁটাযুক্ত পা আমি নিজের মাঝে নিয়েছি টেনে , কাঁটা বিঁধতে দেয়নি তার গায়ে , সেও হেসেছে , প্রাণ খুলে ভালবাসা দিয়েছে , আমার চেনা গাছের চেনা ফুলটির বৃতি,দল,স্তবকে ভালবাসা ছড়িয়েছে , পৃথিবীর সমস্ত ভালবাসা যেন ভর করেছিলো ভ্রমরের ছোট্ট দেহে , তাইতো ফুলকে সাজিয়েছে সে , বসন্তে হলুদ শাড়ি , গ্রীষ্মে লাল পাড় সাদা শাড়ি , কে বলে ভ্রমরের চোখ বর্ণহীন , ফুলটির ভালবাসায় এসেছিল নানা রঙ ভ্রমরের চোখে , তাই হাজারো পথ পাড়ি দিতো ডানা মেলে , সীমাহীন স্বপ্ন আঁকতো চোখের কোণে , হয়তো সেগুলো স্বপ্ন ছিল না,ছিল প্রত্যাশা ।





তবে হলফ করে বলতে পারি কাম থেকে ভালবাসায় বোধহয় ছিল বেশি , দু'পাখা মেলিয়ে আকাশে মৃদু গুনগুন শব্দ করে চুমু খেতাম ফুলের ডিম্বকে , সেও বড় আদর করে ঢেকে দিত আমার ছোট্ট কালো শরীর , হলুদ রঙের ফুলটি হয়ে উঠেছিল আমার দুনিয়া , সেই দুনিয়ার কুঁড়ে ঘরের দেয়াল ছিলো ফুলটির দলমন্ডলে ঢাকা , আমার কুঁড়ে ঘরের চারপাশে ছিল সবুজ আর সবুজ , সবুজের মাঝে একটু খানি হলুদ কমলা , ভালবাসায় রাঙা দুনিয়ার রঙ যে ক্ষণে ক্ষণে পাল্টায় , তাইতো রঙ নিয়ে খেলতে ভালবাসি , রঙ নিয়ে ভবিষ্যতের ছবি আঁকি , সেই কালো ফুলে পায় মধুর ভালবাসার ছোঁয়া , দিতে পারি বৃষ্টি ঝরে টিকে থাকার আশ্বাস , তাই প্রতিদিন ছুটে আসি , হাজারো ফুল ডিঙ্গিয়ে আমার হলুদ ফুলের কাছে দ্রূত ছুটে আসি । তার প্রান্ত স্পর্শীয় বৃতিতে শুয়ে দেয় পরম শান্তির ঘুম ।



আমার পাখাগুলো তার মুক্ত পার্শ্বীয় উপপত্রে ভালবেসে পায় স্থান , তাইতো ঘুমের মাঝে স্বপ্নে আসে নানা রঙ , স্বপ্নর রঙগুলো কখনো নীল , কখনো সাদা আবার কখনো গোলাপী ।



ধীরে ধীরে জীবনে শরত্‍ আসে , নদীর পাড়ে ফুটে হাজারো কাশফুল , সেগুলো উপেক্ষা করে আমি ছুটে চলি আমার ছোট্ট হলুদ ফুলে , আমার ফুলটির ধীরে ধীরে মধু শেষ হয় , আমি ক্ষুধার্ত হয় , কিন্তু ভালবাসার মাঝে ক্ষুধা যে ছোট্ট বিন্দু কণা , তাই ক্ষুধার্ত পৃথিবীর অন্ধকার চাপা পড়ে আকাশের নীল রঙের কাছে । তাইতো ছুটে যায় , দিন দিন পৃথিবী তার রঙ হারায় , তবুও আমি উড়ে যেয়ে বসি ফুলটায় ... পরম ভালবাসে সে আমাকে চুমু খায় , স্বপ্ন দেখা তখনও চলে , কিন্তু সময়ের খেলা বোঝা যে বড় দায় , তাই সময় গড়িয়ে শীত আসে , চেনা গাছের পাতা ঝরে অচেনা হয়ে যায় , ফুলটির পাপড়ি মরে যেতে থাকে , বৃতি পড়ে যায় ।

ভ্রমরের পাখা মেলে দিসেহারা হয়ে উড়াউড়ি করি , লাল নীল গোলাপী স্বপ্ন তখনও খাকে , শুধু খুঁজে পায়না হলুদ ফুলটি , আমি ডানা ঝাপটে খুঁজি , খুঁজতে খুঁজতে আবারো বসন্ত আসে , গাছে গাছে ফুল ফুটে দিনে দিনে ।আমিও ফুলটিকে খুজি এবং ধীরে ধীরে চোখের রঙ হারায় , রঙিন পৃথিবী হয় বর্ণহীন , এবার আর আকাশ খুঁজে পায়না ,উড়োউড়ি করি ফুলে ফুলে,মধু চুষে বেড়ায় , কখনো গোলাপ আবার কখনও ধুতুরার বিষে ...





কিন্তু ধুতুরার বিষেও আমি মরিনা , মরা প্রাণী যে মরতে জানেনা ।অনেক কিছু মেনে নিতে হয় , তাই মেনে নিতেই পৃথিবীতে আসি । মনতো খাঁচায় বাঁধা পাখির মতো বন্দি নয় তাই ইচ্ছামতো উড়াউড়ি করি , কতো স্মৃতি আঁকাআঁকি করি , সময় আসে আবার হারিয়ে যায় , সময়ের কান্ডকারখানা দেখে হাসি , পাগল বলেই হয়তো হাসি আর মরীচিকার পিছে সারাদিন ছুটাছুটি করি । ছোট ভ্রমরে মনটা বেঁধে তাই উড়ি , হারিয়ে যায় অরণ্যের মাঝে । নতুবা কাঁদামাখা পলিথিনে । কতো দিন ধরে ছুটছি হয়তো বছর চারেক , হয়তো আরও বেশি নয়তো কিছু কম , প্রতিটা মুহূর্তে উড়েছি আর মধু নিতে যেয়ে বসেছি হাজারো পুষ্পের কুঁড়িতে ।



ফুলটা একটু অন্যরকম ছিল, ফুলটাকে দেখে তাই বর্ণহীন চোখে বর্ণ ফিরে এসেছিল । উড়ে উড়ে হাজারো ফুল পাড়ি দিয়ে যখন ফুলটাতে বসি , আমায় দেহের জন্য নিজের পাপড়ি দিয়েছিল খুলে , মাঝে মাঝে পাপড়ি দিয়ে ঢেকে রেখেছে নিজের মাঝে । ডিম্বক থেকে মধু দিয়েছে ভালবেসে , চুমু দিয়েছে হুঁলে , ফুলের উপরে ভ্রমরের হয়ে হাজারো ছবি এঁকেছি , হাজারো বার করেছি দুষ্টুমি , সে আমাকে ফেলেনি , আমার কাঁটাযুক্ত পা আমি নিজের মাঝে নিয়েছি টেনে , কাঁটা বিঁধতে দেয়নি তার গায়ে , সেও হেসেছে , প্রাণ খুলে ভালবাসা দিয়েছে , আমার চেনা গাছের চেনা ফুলটির বৃতি,দল,স্তবকে ভালবাসা ছড়িয়েছে , পৃথিবীর সমস্ত ভালবাসা যেন ভর করেছিলো ভ্রমরের ছোট্ট দেহে , তাইতো ফুলকে সাজিয়েছে সে , বসন্তে হলুদ শাড়ি , গ্রীষ্মে লাল পাড় সাদা শাড়ি , কে বলে ভ্রমরের চোখ বর্ণহীন , ফুলটির ভালবাসায় এসেছিল নানা রঙ ভ্রমরের চোখে , তাই হাজারো পথ পাড়ি দিতো ডানা মেলে , সীমাহীন স্বপ্ন আঁকতো চোখের কোণে , হয়তো সেগুলো স্বপ্ন ছিল না,ছিল প্রত্যাশা ।





তবে হলফ করে বলতে পারি কাম থেকে ভালবাসায় বোধহয় ছিল বেশি , দু'পাখা মেলিয়ে আকাশে মৃদু গুনগুন শব্দ করে চুমু খেতাম ফুলের ডিম্বকে , সেও বড় আদর করে ঢেকে দিত আমার ছোট্ট কালো শরীর , হলুদ রঙের ফুলটি হয়ে উঠেছিল আমার দুনিয়া , সেই দুনিয়ার কুঁড়ে ঘরের দেয়াল ছিলো ফুলটির দলমন্ডলে ঢাকা , আমার কুঁড়ে ঘরের চারপাশে ছিল সবুজ আর সবুজ , সবুজের মাঝে একটু খানি হলুদ কমলা , ভালবাসায় রাঙা দুনিয়ার রঙ যে ক্ষণে ক্ষণে পাল্টায় , তাইতো রঙ নিয়ে খেলতে ভালবাসি , রঙ নিয়ে ভবিষ্যতের ছবি আঁকি , সেই কালো ফুলে পায় মধুর ভালবাসার ছোঁয়া , দিতে পারি বৃষ্টি ঝরে টিকে থাকার আশ্বাস , তাই প্রতিদিন ছুটে আসি , হাজারো ফুল ডিঙ্গিয়ে আমার হলুদ ফুলের কাছে দ্রূত ছুটে আসি । তার প্রান্ত স্পর্শীয় বৃতিতে শুয়ে দেয় পরম শান্তির ঘুম ।



আমার পাখাগুলো তার মুক্ত পার্শ্বীয় উপপত্রে ভালবেসে পায় স্থান , তাইতো ঘুমের মাঝে স্বপ্নে আসে নানা রঙ , স্বপ্নর রঙগুলো কখনো নীল , কখনো সাদা আবার কখনো গোলাপী ।



ধীরে ধীরে জীবনে শরত্‍ আসে , নদীর পাড়ে ফুটে হাজারো কাশফুল , সেগুলো উপেক্ষা করে আমি ছুটে চলি আমার ছোট্ট হলুদ ফুলে , আমার ফুলটির ধীরে ধীরে মধু শেষ হয় , আমি ক্ষুধার্ত হয় , কিন্তু ভালবাসার মাঝে ক্ষুধা যে ছোট্ট বিন্দু কণা , তাই ক্ষুধার্ত পৃথিবীর অন্ধকার চাপা পড়ে আকাশের নীল রঙের কাছে । তাইতো ছুটে যায় , দিন দিন পৃথিবী তার রঙ হারায় , তবুও আমি উড়ে যেয়ে বসি ফুলটায় ... পরম ভালবাসে সে আমাকে চুমু খায় , স্বপ্ন দেখা তখনও চলে , কিন্তু সময়ের খেলা বোঝা যে বড় দায় , তাই সময় গড়িয়ে শীত আসে , চেনা গাছের পাতা ঝরে অচেনা হয়ে যায় , ফুলটির পাপড়ি মরে যেতে থাকে , বৃতি পড়ে যায় ।

ভ্রমরের পাখা মেলে দিসেহারা হয়ে উড়াউড়ি করি , লাল নীল গোলাপী স্বপ্ন তখনও খাকে , শুধু খুঁজে পায়না হলুদ ফুলটি , আমি ডানা ঝাপটে খুঁজি , খুঁজতে খুঁজতে আবারো বসন্ত আসে , গাছে গাছে ফুল ফুটে দিনে দিনে ।আমিও ফুলটিকে খুজি এবং ধীরে ধীরে চোখের রঙ হারায় , রঙিন পৃথিবী হয় বর্ণহীন , এবার আর আকাশ খুঁজে পায়না ,উড়োউড়ি করি ফুলে ফুলে,মধু চুষে বেড়ায় , কখনো গোলাপ আবার কখনও ধুতুরার বিষে ...





কিন্তু ধুতুরার বিষেও আমি মরিনা , মরা প্রাণী যে মরতে জানেনা ।


Powered by Froala Editor