গল্প

বিন্তিকে লিখা নান্টুর চিঠি । ( বড়রা দূরে থাকুন )

Apr 12, 2013

প্রিয় বিন্তি,

আসসালামু আলায়কুম, গতকাল তোর মায়ের মোবাইলে আমার মায়ের মোবাইল মারফত একটা বার্তা পাঠায়ছি । কিন্তু তুই কোন উত্তর না দেয়াতে বুকের মাঝে একটা ব্যাথা পাইছি । পরশু দিন লুডু খেলার সময় তোর নাকে সর্দি দেখেছিলাম, তোর সর্দি ভাল হয়েছে কিনা জানতে খুব ইচ্ছা হচ্ছে, তোর সর্দি দেখে তোকে যে টিস্যু পেপার দিয়েছিলাম, ঐ টা আমার বড় আপুর, আমার পিঠে ৩/৪ বার ধোপাস ধোপাস শব্দের পর সব ঠিক হয়ে গেছে । আপু ২০ টাকা দিছিলো লজেন্স কিনতে ,আমি তোর জন্যে একটা লজেন্স কিনছি । আর শুন তোর ছোট ভাই এর হমিও ঔষধ চুরি করে খেলে, আমাকে একটু দিস, আমিও খাব । পরশু দিন তোর সাথে লুডু খেলার কারনে "আম পাতা জোড়া জোড়া" কবিতা মুখস্ত করতে না পারার জন্যে ৪০ বার কান ধরে উঠবস করতে বলেছে ময়না আপা , আমি ২০ বার করেছি, যখনি বসি তখনি মেঝেতে আমার ভুড়ি লেগে ধুম ধুম করে,ভুড়ি কেপে উঠে,তোর বড় ভাই তবলাতে বাড়ি দিলে তবলাতে যেভাবে কাপে ঐ ভাবে কাপে । আজ ২০ বার কান ধরে উঠবস করে শেষ করব , কাল বিকালে দেখলাম পাসের বাড়ির ঝন্টুর সাথে কুত কুত খেলছিস, আমি রাগ করেছি, তুই জানিস না ঝন্টু  আমার বল  ক্রিকেট খেলার সময় ফাটিয়ে দিয়েছে।

আমার আব্বু তোর শ্বশুর , আমার আম্মু তোর শ্বাশুরি হয় ,আর আমি তোর জামায় হই, এ কথা সব সময় মনে রাখবি । 

আমার শ্বশুর,শ্বাশুরি কে আমার সালাম দিস, আর তোর সর্দি ভাল হয়েছে কিনা তা আমাকে তোর মায়ের মোবাইল হতে বার্তা মারফত জানিয়ে আমাকে চিন্তা মুক্ত করিস ।  

ইতি,

তোর হবু জামাই নান্টু ।

Powered by Froala Editor