কবিতা

বায়োমেট্রিক প্রেম

May 31, 2016

প্রিয়তমা,
তোমার কি মনে আছে,
সেই ছোটবেলার কথা ?
আঙ্গুলে আঙ্গুলে ভালোবাসা
আর আড়ি নেওয়ার প্রথা ।

ক্লাসরুমের সেই বেঞ্চিতে বসে
সাদা খাতাতে আঁকা,অনেকগুলি বিন্দুর রাজ্যে
বর্গ একে;
তাতে তোমার আমার নামের আদ্যক্ষর বসিয়ে
রাজ্য জয়ের ডট এন্ড বক্স খেলাটির কথা ?
তুমি জিতে গেলে বলতে,
মন খারাপ করিস নে ।
চাঁদ ও তো মাঝে মাঝে বর্ণ হারিয়ে
মিশে যায় আলোর রাজ্যে ।
আমি তোমার কাল কুন্তলগুলির দিকে চেয়ে
হাত দিয়ে ভালবাসার বেণী কাটতে কাটতে বলতাম
ভালবাসি তোমায়,শুধু তোমায় ।

আর যখন তুমি হেরে যেতে
একরাশ অন্ধকার ছেয়ে যেত বিশাখাগুলি,
যেন গ্রহণ লাগতো জগতজুড়ে,
তুমি তখন তোমার কনিষ্ঠা আঙ্গুল ঠেকিয়ে
আমাকে বলতে ,
যা তোর সাথে আড়ি,
তুই খেলায় চিটিং করিস ।

তুমি বিশ্বাসকর প্রিয়তমা,
শুধু তোমার ওই বিদ্ধাঙ্গুলে আমার ছোয়া পেতে
তোমার বাহুতে আমার বিদ্ধাঙ্গুলের ছোয়া লাগানোর জন্যেই
আমি তাই বারবার খেলতাম,
এবং ইচ্ছে করেই বারবার হারতাম ।
জীবনই যখন হারিয়ে ফেলেছি তোমারই মাঝে
তখন এই ডট এন্ড বক্স তো
শুধুই একটু খেলা,একটু ভালোবাসার ছোঁয়া
সাত রঙের রঙধনুতে একটু হারিয়ে যাওয়া ।

প্রিয়তমা,
তুমি তো জান না,দেশে
বর্গীদের নতুন নির্দেশ এসেছে ।
সাদা চামড়ার ইংরেজরা যেমন কেটে
নিত মসলিন উৎপাদকদের আঙ্গুল,
তেমনি ওরা নাকি আমাদের ভালোবাসার ছোঁয়া
লাগানো বৃদ্ধাঙ্গুলের প্রতিচ্ছবি নিয়ে যাবে ।
ফেলে দেওয়ার ভয় দেখিয়ে তর্জনীও নাকি
নিয়ে যাবে সাথে ।
তুমিই বল,
কিভাবে তাঁদের হাতে তুলে দেয়
তোমার আমার ভালোবাসার সাক্ষি হয়ে
বেঁচে থাকা একমাত্র মৌলিকতাকে ?

আমার ভয় হয়,
প্রিয়তমা
আমাদের চেহারা তো বদলায়
তারা যদি আমার ফিঙ্গারপ্রিন্টের নকল
করে তোমাকে ভুল বুঝিয়ে
আমার থেকে তোমাকে নিয়ে যায় দূরে;
আমার সীমানা থেকে বহুদূরে ।

তোমার সাথে হয়তো অমাবশ্যার রাতে
জ্বালিয়ে দিত পারবো,
শহরের সকল সোডিয়াম লাইটগুলি;
কিন্তু তুমি ছাড়া যে আমি অচল;অথর্ব
তুমিহীন জীবন, ত্রীব্র গ্রীষ্মের মাঝে
কালো মেঘে ঢেকে যাওয়া সূর্যের মতয়
ঘন অন্ধকার,কেবলই অন্ধকার ।