বেঁচে থাকার জন্যে লিখতে চেয়েছিলাম কবিতা ,
প্রেম, ভালোবাসা , আবেগ সবই ছিল নস্যি ,
জীবনের সাগরে ডুবে কিংবা ভেসে ভেসে
লিখতে চেয়েছিলাম
বেঁচে থাকার কবিতা ।
কোন এক শীতের বিকেলে ,
হেঁটে হেঁটে কুয়াশা শরীরে মিশিয়ে
প্রেমিকার সোয়েটারের এবং আমার জ্যাকেটের ভালোবাসার সময়,
প্রেমিকা কপাল থেকে চুল সরিয়ে বলেছিল ,
ধর , কোন এক শুক্ল পক্ষের রাতে,
আমি যদি সাথে না থাকি ?
একটা হাঁসি দিয়ে আমি বলেছিলাম কিংবা হয়তো
বলার চেষ্টা করেছিলাম ,
রকমারির দোকানে এখনো খাতা কলম পাওয়া যায় না,
একদিন হয়তো পাওয়া যাবে ,
কিনে নিব , আর লিখে ফেলবো হ্যাগার্ডের মত
“ কোন এক সাগরে ভাসছি আমরা রাতে । ”
তারপরে,
শীত চলে গেছে ,তিস্তার পানিও আটকে আছে
মমতা ব্যানার্জির আঙ্গুলের ইশারাতে ।
থ্রোন্সের ইগ্রিট এর মৃত্যু হয়েছে কোন এক শীতের তুষারপাতে ।
কিন্তু এখনো রকমারির দোকানে খাতা কলম উঠে নি,
নিষিদ্ধ গন্ধের সৌরভ এখনো নাকে এসে লাগেনি,
তবুও শীতের কুয়াশাতে,
আমি একা হেঁটে চলি ।
সেই পুরানো জ্যাকেটটাও ছিড়ে গেছে ,
শুধু বেঁচে থাকার কবিতাগুলি
উপহার পাওয়া ছোট্ট ডাইরিতে,
কালো কালো বর্ণে
জ্বল জ্বল করছে ।।
Powered by Froala Editor