সহস্র শুক্রের যুদ্ধ ; জয়ী সৈনিকের বেশে
মিলেছিলে ডিম্বকে,অতল গহ্বরে ।
আনন্দ অশ্রু হয়ে,এসেছিলে মায়ের গর্ভে
ভূমিষ্ঠ হয়ে মেলেছ দু’চোখ
জানুয়ারির প্রথম তারিখে ।
স্বর্গের অপ্সরা,
ভূমিষ্ঠ হয়েছ অর্কিড বাগানে ।
ভালবাসার অর্কিড পুস্প হয়ে,
বেচে থাক জরাজীর্ণের ধরাতে ।
কৃষ্ণকাই ভ্রু,তফা তার চোখ যুগল
মালিন্যহীন ভরাট কপাল,
কালো কুন্তল।
পরমাসুন্দর অধর আর মায়াবাঁধানো ওষ্ঠ ।
হৃদয় জুড়ানো কপলে পড়ে,
অধর অস্থের পদচিহ্ন।
ইট কাঠের প্রাণহীন নগরীতে,সদ্য ফোটা
কলমি ন্যায় প্রানচঞ্চল তুমি ।
স্নেহহীন কণ্টকযুক্ত অমসৃণ পথে
স্তম্ভ হয়ে দাঁড়িয়েছে জরাজীর্ণের মর্তে,
আমাদের পাশে ।
বি.দ্রঃ কলেজে পড়ার সময় এক বন্ধুর জন্মদিন উপলক্ষে লিখা ।।
Powered by Froala Editor